টমেটো দিয়ে রুপচাদা শুটকি রান্না
August 18, 2020 2020-08-18 9:16টমেটো দিয়ে রুপচাদা শুটকি রান্না

টমেটো দিয়ে রুপচাদা শুটকি রান্না
রুপচাদা মাছ একটি সামদ্রিক ও সুস্বাদু মাছ। এ মাছের শুটকিও খুবই টেস্টি। আসুন টমেটো দিয়ে কিভাবে রুপচাদা শুটকি সহজে রান্না করা যায় সেটা জেনে নেই।
উপকরন:
রুপচাদা শুটকি ২০০ গ্রাম
টমেটো: ২- ৩ টা
পেয়াজকুচি: ১ কাপ
আদা বাটা: ১ টেবিল চামচ
রসুন বাটা: ১ চামচ
ধনে গুড়া: ১ চা চামচ
জিরা গুড়া: ১.৫ চা চামচ
হলুদ ও মরিচ গুড়া: পরিমাণমতো
ফালিকরা কাচা মরিচ: ৪-৫ টা
ধনেপাতা কুচি: পরিমানমতো
তেল: ৩ টেবিল চামচ
লবণ: স্বাদ মতো
চিনি: ১ চিমটি
পানি: পরিমান মতো
রান্নার নিয়মাবলী:
প্রথমে শুটকি পছন্দ মতো সাইজ করে কেটে নিন। তারপর ঞালকা গরম পানিতে ২-৩ ঘন্টা ভিয়ে রাখুন। তারপর ভাকরে ধুয়ে একটা বাটিতে তুলে রাখুন।
এবার একটি প্যানে তেল দিয়ে গরম করে নিন। তারপর পেয়াজ কুচি ঢেলে দিন ভালো করে ভেজে নিন হালকা বাদামী কালার হয়ে আসলে সব মশলা ঢেলে দিয়ে ৮-১০ মিনিট কষিয়ে নিন। কষানোর পর শুটকি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। কষানো হয়ে আসলে পানি দিয়ে ঢেলে ঢেকে দিন। ৮-১০ মিনিট রান্না করুন পানি ফুটে আসলে টমেটেকুচি ও কাচা মরিচ দিয়ে নেড়ে দিয়ে আবার ঢেকে দিন । মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নিবেন যাতে নিচে লেগে না যায়। ভুনা হয়ে আসলে ঞালকা চিনি ও ধওন পাতা দিয়ে ঢাকানা ছাড়া ২ মিনিট রান্না করেন । সব শেষে উপড়ে জিরা গুড়া দিয়ে নামিয়ে ফেলুন। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন টমোটে দিয়ে রুপচাদার শুটকি।
-
৫৫৫ ঝাল বরই বার্মিজ আচার-৪৮ পিস – Barmis Achar120.00৳
-
আমসত্ব মিষ্টি বার্মিজ আচার ১৫ পিস – Barmis Achar120.00৳
-
এ্যাংরি বার্ড শুকনো বরই বার্মিজ আচার ১৫ পিস – Barmis Achar120.00৳
-
আপেল বরই বার্মিজ আচার -১৫ পিস – Barmis Achar120.00৳
-
ইন্টারনেট ঝাল বরই বার্মিজ আচার ১৫ পিস – Barmis Achar120.00৳
-
Fresh Fruits বার্মিজ মিক্স চালতা আচার -১৫ পিস – Barmis Achar120.00৳
-
হাটুকারে ঝাল আম বার্মিজ আচার ১৫ পিস – Barmis Achar120.00৳
-
HAA HAA বার্মিজ মিষ্টি বরই আচার -১৫ পিস – Barmis Achar120.00৳
-
সিগমা তেতুল জার50.00৳