coxsbazarshop.com
Home
Shop
Wishlist0

Call us: 09613-660510

সিমের বিচি দিয়ে লইট্টা শুটকি

সিমের বিচি দিয়ে লইট্টা শুটকি

রেসিপি :সাদিয়া হোসায়নী

লইট্যা শুটকি- ২৫০ গ্রাম
সিমের বীচি – ১/২ কেজি
মরিচ গুড়া – ২ চা.চামচ
ধনিয়া গুড়া -৩ চা.চামচ
হলুদ গুড়া – ১/৪ চা.চামচ
লবন – ১ চা.চামচ (পরিমান মত)
বড় সাইজ রসুন আস্ত – ১টা (বড় কোয়া গুলো মাঝখানে অর্ধেক করে কেটে নিতে হবে )
পেয়াজ কুচি বেশী করে – ১ বাটি
কাঁচা মরিচ – পরিমান মত
তেল – পরিমান মত
প্রনালী
*সিমের বীচিগুলো পানিতে ভিজিয়ে রেখে পরে খোসা ছাড়িয়ে নিন।

*শুটকি মাছ তাওয়ায় মচমচে করে টেলে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে।
তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে বালি ছাড়িয়ে পরিস্কার
করে নিয়ে পাটায় ভালো করে ছেচে কাটা ফেলে দিয়ে ঝুড়াঝুড়া করে নিতে হবে।

*প্রথমে গরম তেলে অল্প করে পেয়াজ কুচি দিয়ে একটু নেড়ে সব মসলা দিয়ে ভালো
করে কষিয়ে একটু পানি দিয়ে এরপর শুটকি মাছ দিয়ে কষিয়ে নিতে হবে।
ভালো করে কষানো হলে সিমের বীচিগুলো দিয়ে একটু কষিয়ে বাকি পেয়াজ কুচি ,
রসুনের কোয়া ও কাঁচা মরিচ গুলো দিয়ে মাখামাখা পানি দিয়ে ঢেকে দিতে হবে
সিদ্ধ হওয়ার জন্য। পানি শুকিয়ে তেলের উপর আসলে একটু কষিয়ে নামিয়ে ফেলুন।
এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ।
N:B: এই রান্না একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই মরিচের পরিমাণটা নিজের
স্বাদ মত দেওয়াই ভালো। আর পেয়াজের পরিমান বেশি হলে খেতে মজা হয়।

লইট্টা ও চ্যাপা শুটকি মিক্স ভুনা

লইট্টা ও চ্যাপা শুটকি মিক্স ভুনা

রেসিপি – আসমা ওয়াহেদ।

উপকরন –
লইট্টা শুটকি ছোট করে কাটা – ১ কাপ।
শুটকি – ৭/৮ টা।
পেঁয়াজ কুচি – ২ কাপ।
রসুন কুচি – হাপ কাপ।
আস্ত রসুনের কোয়া – হাপ কাপ।
রসুন বাটা – ২ চা চামুচ।( ইচ্ছা)
শুকনা মরিচ গুড়া – ১/২ টে চামচ।
কাঁচা মরিচ ফালি – ১৪/ ১৫ টা।
হলুদ গুড়া – ১ চা চামচ।
ধনে গুড়া – ২ চা চামুচ।
জিরা বাটা – ১ চা চামুচ।( ইচ্ছা)
লবণ – স্বাদমত।
তেল – পরিমান মত।
# প্রনালী :–
– লইট্টা শুটকি ছোট টুকরা করে কেটে শুকনা প্যানে ভেজে নিতে হবে।
শুটকি মাছ বড় হলে সিদ্ধ করে ধুয়ে মাঝের কাটা টা বেছে নিতে হবে। আর মাছ ছোট হলে অল্প সিদ্ধ করে ধুয়ে ছেঁচে নিতে হবে।
– চ্যাঁপা শুটকি গুলি পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে আঁশ ছারিয়ে ভাল করে ধুয়ে নিতে হবে।
– প্যানে তেল দিয়ে পেঁয়াজ, রসুন কুচি দিয়ে ভাজতে হবে। কিছু কাঁচা মরিচ কাটা ও দিতে হবে। এতে দুই রকম শুটকি দিয়ে কিছুক্ষণ ভেজে একে একে বাকী সব মসলা দিয়ে কষাতে হবে।
– কষানোর সময় আস্ত রসুনের কোয়া ও দিতে হবে।এরপর দুই কাপ পরিমাণ বা যত টুকু লাগে আন্দাজ করে পানি দিয়ে বাকী কাঁচা মরিচ ফালি গুলি দিয়ে একটু ঢেকে দিতে হবে।
– পানি প্রায় শুকিয়ে আসলে নেড়ে নেড়ে ভুনতে হবে।ঝাল লবণ দেখে নিতে হবে।একদম তেলের উপর উঠে ভাজা ভাজা হলে নামাতে হবে।
– ঝাল বা মসলা ইচ্ছামত কম বেশি করা যাবে। আর যে কোন এক রকম শুটকি দিয়েও করা যায়।এক রকম শুটকি দিয়ে করলেও অনেক মজা হয়।
গরম গরম ভাত ও পোলাও এর সাথে খুবই মজা লাগে এই শুটকি ভুনা।

চ্যাপা শুটকি দিয়ে কলার মোচার চচ্চড়ি

চ্যাপা শুটকি দিয়ে কলার মোচার চচ্চড়ি

যা প্রয়োজনঃ

কলার মোচা– ১টি
চ্যাপা শুটকি— ৪-৫টি
আলু– বড়ো ১টি
পেঁয়াজ কুচি– ২-৩টি
রসুন কুচি– আস্ত ১টি
হলুদ গুঁড়া– ১/২ চা চামচ
মরিচ গুঁড়া– ১ চা চামচ
কাঁচামরিচ চেরা– ৫-৬টি
তেল– পরিমাণমতো
লবণ– স্বাদমতো

যেভাবে করবেনঃ

কলার মোচার ভেতরের ফুল কুটে নিন। ফুলগুলি কুচি করে সরাসরি হলুদ-লবণ মিশ্রিত পানিতে রাখুন। সব কুচি করা হলে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। আলু একটু মোটা করে কুচি করে রাখুন। চ্যাপা শুটকি পানিতে ভিজিয়ে রেখে মাথা ফেলে ধুয়ে রাখুন।

হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। পেঁয়াজ নরম হলে রসুন, হলুদ-মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে শুটকি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিন। এইবার কুচি করা মোচা মিশিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। মোচা-আলু সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসলে নামিয়ে নিন।

** গরম ভাতের সাথে পরিবেশন করুন।

** সবাই খুব ভালো থাকুন,সুস্থ ও নিরাপদ থাকুন।আর সবসময় আমাদের সাথেই থাকুন। কারন, আপনাদের সহযোগীতায় আমরা যেতে চাই আরও বহুদুর!!

শুটকির সিলেটীয় পদ্ধতির একটি নতুন রেসিপি!

শুটকির সিলেটীয় পদ্ধতির একটি নতুন রেসিপি!

কম বেশি সব জেলাতেই শুটকি মাছ খাওয়া হয়। মাছ যখন বেশি পাওয়া যায় তখন কিছু বেশি মাছ কিনে শুটকি তৈরি করা হয় অথবা অনেকেই শুটকি কিনেই আনেন বাজার থেকে । দেশীয় আঞ্চলিক রান্না “শুটকির শিরা“। আজকের টিপসটি সিলেটীয় অঞ্চলের রান্না। শুটকির শিরা বলতে শুটকির ঝোলকে বোঝানো হয়েছে। দারুন সুস্বাদু এই রান্নাটির রেসিপি জেনে নেয়া যাকঃ

শুটকির শিরাঃ যা প্রয়োজনঃ কচি মুলা– ১/২ কেজি (এক আঁটি শাকের ডালসহ মূলা ব্যবহার করতে পারেন) ছোটো গোল আলু– ২ কাপ (আলু ছিলে চার ফালি করা) চ্যাপা/সিদল শুটকি– ৬-৭ টি ছোটো চিংড়ি– ১ কাপ পেঁয়াজ বাটা– ২ টে চামচ রসুন বাটা– ২ টে চামচ হলুদ গুঁড়া– ১/৪ চা চামচ মরিচ গুঁড়া– ১/২ চা চামচ চেরা কাঁচামরিচ– ৭-৮ টি তেল– পরিমাণমতো লবণ– স্বাদমতো

প্রস্তুত প্রণালি: ফুটন্ত গরম পানিতে মূলা ভাপ দিয়ে পানি ঝরিয়ে রাখুন। চ্যাপা শুটকি ধুয়ে মিহি করে বেটে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজ-রসুন বাটা কষিয়ে অল্প পানি দিয়ে গুঁড়া মসলা ও শুটকি কষিয়ে নিন। মসলা কষানো হলে আলু দিয়ে আবার কিছুক্ষণ কষান। আলু প্রায় সেদ্ধ হয়ে গেলে মূলা ও চিংড়ি মিশিয়ে ঝোলের জন্যে পরিমাণ মতো পানি দিয়ে কাঁচামরিচ মিশিয়ে দিন। সব কিছু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। এর শিরা বা ঝোল! ঝোলটাই খেতে বেশী মজা! গরম ভাতের সাথে খেতে তো– আহ!!

শুটকি চিংড়ী বাটায় মিষ্টি কুমড়ো-চিংড়ী ভুনা রেসিপি

শুটকি চিংড়ী বাটায় মিষ্টি কুমড়ো-চিংড়ী ভুনা রেসিপি

আজকের রেসিপি আয়োজনে রয়েছে শুটকি চিংড়ী বাটায় মিষ্টি কুমড়ো-চিংড়ী ভুনা রেসিপি।  কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই পদটি তৈরি করা যায়। চলুন জেনে নিই, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন শুটকি চিংড়ী বাটায় মিষ্টি কুমড়ো-চিংড়ী ভুনা রেসিপি।

উপকরন

মিস্টি কুমড়ো ১ ফালি (খোসা কাচা/সবুজ)
চিংড়ী শুটকি ১ টেবিল চামচ
পেয়াজ কুচি ৬ টা
রসুন কোয়া – আস্ত ১টি রসুন (ছোট)
রসুন বাটা ১টা ছোট
হলুদ গুড়া ১/৪ চা চামচ
ধনেপাতার মুল শিকড় ১ টেবিল চামচ
শুকনো মরিচ ৬-৮টা
কাঁচামরিচ ৪/৫টা
চিনি/লবন স্বাদমতো
তেল পরিমানমতো

> চিংড়ী শুঁটকি শুকনো খোলায় টেলে ১০-১৫ মিনিট হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

> শুকনো মরিচ ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন।

> পেয়াজ, রসুন ও ধনেপাতার মুল ধুয়ে পরিস্কার করে, শুকনো মরিচ ও চিংড়ী শুটকি দিয়ে একত্রে পেস্ট করে নিন।

> মিষ্টি কুমড়ো খোসাসহ মাঝ বরাবর দুভাগ করে কেটে, লম্বা করে ১/৪ ইঞ্চি পুরু ও ৬-৮ ইঞ্চি লম্বা করে পিস করে নিন।

> চিংড়ী মাছ পরিস্কার করে ধুয়ে লবন ও হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন।

>> প্যানে তেল গরম করে মসলা-চিংড়ী পেস্ট ও হলুদ দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হলে মিস্টি কুমড়া দিন। খুব

ভালোভাবে মিস্টি কুমড়া কষিয়ে পরিমান মতো পানি দিন, লবন দিয়ে ঢাকনা দিয়ে দিন।

> কুমড়া প্রায় সেদ্ধ হয়ে আসলে ভাজা চিংড়ী মাছ ও কাঁচামরিচ ফালি দিন। মাঝে মাঝে নেড়ে দিন। সবকিছু সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসলে নামিয়ে নিন।

>> নামানোর আগে একটু চিনি দেবেন (অপশানাল)।

মজাদার শুটকি মাছ রান্নার রেসিপি

মজাদার শুটকি মাছ রান্নার রেসিপি

উপকরণ: ১/২ কেজি মাংসের শুঁটকি, ১/২ কাপ পেঁয়াজ কুচি (মোট করে কাটা), ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ মরিচ গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ ধনিয়া গুঁড়ো, ১/২ চা চামচ জিড়া বাটা ( গুঁড়োও দিতে পারেন), ২ টা কাঁচা মরিচ (গন্ধের জন্য), ৩ টা এলাচ, ৩ টা দারুচিনি টুকরো, ৩-৪ টা তেজপাতা, ১/৩ কাপ তেল, লবণ পরিমান মতো

প্রণালি: শুঁটকিগুলো গরম পানিতে ধুয়ে নিন। প্রেসার কুকারে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। ৮-৯ টা সিটি দিলে নামিয়ে নিন ও চালনিতে পানি ঝড়িয়ে নিন। একটা প্যানে তেল দিয়ে গরম মসলা গুলো দিয়ে গন্ধ ছড়ানো পর্যন্ত ভেজে নিন। পেঁয়াজ কুচি দিয়ে আরো কিছুক্ষণ ভেজে সব মসলা দিয়ে কসিয়ে নিন। শুটকি দিয়ে ভালো করে কষিয়ে নিন। ১ কাপ পানি দিয়ে/স্টক দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিন। একদম ভুনা মাংসের স্বাদ পাবেন।

লইট্টা শুটকি বেগুন ভুনা

লইট্টা শুটকি বেগুন ভুনা

মাংশ খেতে খেতে আর ভাল লাগে না। মুখ বদ্লানর জন্য শুটকি হলে কেমন হয়? যারা শুটকি খেতে ভালবাসেন, তাদের জন্য রয়েছে কয়েকটি শুটকি রেসিপি। আজ শেয়ার করছি আমাদের খুব পরিচিত লইট্টা শুটকি বেগুন ভুনা।
উপকরণঃ
৬ টা লইট্টা শুটকি
দেড় কাপ মোটা কিউব করে কাটা পিয়াজ
১০-১২ টার মত বড় বড় রসুনের কোয়া , মোটা কিউব করে কাটা
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ রশুন বাটা
১ তা তেজপাতা
৮/১০ টা গোল মরিচ
১/২ চা চামচ হলুদ গুড়া
১ চা চামচ মরিচ গুড়া (স্বাদ অনুযায়ী)
১/২ চা চামচ ভাজা জিরার গুড়া
৭/৮ টা আস্ত কাচা মরিচ
১/২ কাপ বেগুন
তেল
লবন , স্বাদ মত

প্রনালীঃ
১। হাল্কা গরম পানি দিয়ে শুটকি ভাল করে ধুয়ে নিন। মোটামুটি গরম (এক্দম ফুটন্ত নয়) পানি তে ২০ মিনিট ভিজিয়ে রাখুন।
২। শুটকি কিউব করে কেটে নিন।
৩। তেল গরম হলে তেজপাতা আর গোল মরিচ দিয়ে পিয়াজ, কাটা রসুন দিয়ে ভাল করে ভাজুন।
৪। পিয়াজ, রশুন নরম হয়ে গেলে এক্তু পানি দিন। আদা, রশুন বাটা, হলুদ, মরিচ গুড়ো দিয়ে ভাল করে কষান। শুটকি দিন। আরেকটু কষিয়ে ১ কাপ এর মত পানি দিয়ে দিন।
৫। পানি একটু শুকিয়ে আসলে বেগুন,কাচা মরিচ
, আর লবন দিয়ে দিন।
৬।পানি শুকিয়ে , বেগুন সিধ্ধ হয়ে তেল উপরে উঠে আসলে ভাজা জিরার গুড়ো ছড়িয়ে দিন। মজাদার লইট্টা শুটকি বেগুন দিয়ে তৈরি।
টিপ্সঃ
১।শুটকি তে লবন একটু কম দেবেন।এক্বারে অনেক লবন দিবেন না, কারন শুটকি তে এম্নিতেই বেশ লবন থাকে…লাগলে পরে দেবেন।
২। শুটকি তে তেল, পিয়াজ, রশুন একটু বেশি লাগে।

ছুরি শুটকি ভুনা রেসিপি

ছুরি শুটকি ভুনা রেসিপি

শুটকি, শব্দটা শোনলেই  যেনো মনটা কেমন করে উঠে। মনে হয় সাথে সাথেই শুটকি ঝাল করে রেঁধে এর সাথে ভুনা খিচুড়ি খাই!  আমার কিন্তু এখনই শুটকি ভুনা খেতে ইচ্ছা করছে। আপনাদের করছে না? তো চলুন না আজ দেখে নেই হাতের কাছে সবসময়ই পাওয়া যায়। এমনই একটি শুটকি ভুনা রেসিপি।

জি, আমি বলছি ছুরি শুটকি ভুনার কথা, চলুন না দেখে নেই কি কি উপকরণ লাগছে মজাদার এই রেসিপিটি তৈরী করতে।

যা যা লাগবে :

ছুরি শুটকি ৮-৯  পিছ( আস্ত)

আলু একটি। ( কিউব শেপে কাটা)

রসুন বাটা এক চা চামচ।

লাল মরিচ গুড়া এক টেবিল চামচ।

জিরা গুড়া সামান্য।

গরম মসলা গুড়া সামান্য।

পেঁয়াজ মাঝারি সাইজের ৩টি। (কুচি করা)

হলুদ গুড়া আধা চা চামচ।

ধনে গুড়া আধা চা চামচ।

কাঁচামরিচ ৪-৫ টা।

শুকনো মরিচ ১-২ টি।

ধনে কুচি সামান্য।

লবন ও তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী :

১: শুটকি ভালো করে ধুয়ে কিউব শেপে কেটে নিন। এরপর শুটকি গরম পানি দিয়ে ধুয়ে নিন। আলু ও কিউব শেপে কেটে নিন।

২: একটি প্যানে তেল গরম করুন। এতে সামান্য হলুদ গুড়া ও মরিচ গুড়া দিন। এবং শুটকি ছেড়ে লাল করে ভেজে নিন। শুটকি আলাদা করে তুলে রেখে দিন।

কাঁঠালবিচি-লইট্টা শুটকি ভুনা রেসিপি

কাঁঠালবিচি-লইট্টা শুটকি ভুনা রেসিপি

কাঁঠালবিচি-লইট্টা শুটকি ভুনা রেসিপি

উপকরণ

লইট্টা শুঁটকি ২ কাপ (কুচি করা),

কাঠালের বিচি ১ কাপ (কুচি করা),

পেঁয়াজ কুচি দেড় কাপ,

রসুন কুচি ১/২ কাপ,

হলুদ গুড়া ১ চা চামচ,

মরিচ গুড়া দেড় চা চামচ,

জিরা গুড়া ১ চা চামচ,

ধনিয়া গুড়া ১ চা চামচ,

কাঁচা মরিচ ফালি করা ৪/৫ টি,

তেল পরিমাণ মত,

লবণ স্বাদ মত

প্রণালি

কাঁঠালের বিচি সেদ্ধ করে উপরের খোসা ও লালচে আবরণ ছাড়িয়ে কুঁচি করে রাখুন।লইট্টা শুটকি ভালো করে ধুয়ে সেদ্ধ করে কুঁচি করে রাখুন। একটি পাত্রে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুঁচি ভেজে নিন ভালো করে।

এরপর রসুন কুঁচি ও অন্যান্য মশলা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিন। এরপর কাঁঠাল বিচি ও শুটকি দিয়ে ভালো করে মশলা মাখিয়ে সামান্য পানি দিয়ে দিন।ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিন।মশলা তেলের উপরে উঠলে নামিয়ে ফেলুন।গরম ভাতের সাথে

পরিবেশন করুন মজাদার কাঁঠালবিচি-লইট্টা শুটকি ভুনা।

লইট্ট্যা শুটকি ভুনা

লইট্ট্যা শুটকি ভুনা

লইট্টা মাছের শুটকি দিয়ে মুখ রেসিপি দিয়েছেন বীথি জগলুল ।

উপকরণ

লইট্টা শুটকি দেড় কাপ( ছোট ছোট টুকরা করা)। পেঁয়াজকুচি ১ কাপ। রসুনকুচি আস্ত ৪টি। কাঁচামরিচ ফালি ৬,৭টি। হলুদগুঁড়া ১ চা-চামচ। মরিচ ও ধনেগুঁড়া দেড় চা-চামচ করে। জিরাগুঁড়া আধা চা-চামচ। আদাবাটা ১ চা-চামচ। আস্ত জিরা ১ চা-চামচ। তেজপাতা ১টি। কাঁচামরিচ ৫,৬টি। তেল ১/৪ কাপ। লবণ স্বাদ মতো।

পদ্ধতি

লইট্টা শুটকি শুকনা তাওয়ায় টেলে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে বেশ ভালো করে ধুয়ে নিন। বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুতে হবে যেন শুটকিতে কোনো বালি না থাকে।

প্যানে তেল গরম করে জিরা ও তেজপাতা ফোঁড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ, রসুনকুচি ও কাঁচামরিচ ফালি দিন। কিছুক্ষণ পেঁয়াজ-রসুন ভেজে অল্প পানি দিয়ে গুঁড়া ও বাটামসলা কষিয়ে নিন।

Back to Top
//
আমাদের কাষ্টোমার কেয়ার সব সময় আপনার সেবায়!
👋 অর্ডার কিংবা যেকোন তথ্য পান!
Product has been added to your cart