coxsbazarshop.com
Home
Shop
Wishlist0

Call us: 09613-660510

Recently Viewed
সিদল শুটকির পাতুরি

সিদল শুটকির পাতুরি

উপকরণ

  • চ্যাপা শুঁটকি ৫০ গ্রাম
  • আলু কুচি ২ কাপ
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • রসুন বাটা ২ টেবিল চামচ
  • মরিচ বাটা ৩ টেবিল চামচ
  • হলুদ বাটা ১ টি স্পুন
  • আদা বাটা আধা টেবিল চামচধনিয়াপাতা কুচি আধা কাপ
  • ফিশসস ১ টেবিল চামচ
  • তেল আধা কাপ
  • লবণ ১ টি স্পুন
  • লাউ বা কুমড়াপাতা ১৫টি

প্রণালি

শুঁটকি গুলো ধুয়ে বেটে নিন।এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি নরম করে ভেজে নিতে হবে।এবারে ধনিয়াপাতা ও লাউপাতা বাদে সব উপকরণ দিয়ে দিন। মাঝারি আঁচে সময় নিয়ে ভুনে নিন।নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নেড়ে নিন।ঠাণ্ডা হয়ে এলে পাতার মধ্যে পরিমাণমতো শুঁটকির পুর দিয়ে মুড়ে টুথপিক দিয়ে আটকে দিন।ফ্রাইপ্যানে সামান্য পরিমান তেল দিয়ে গরম করে নিন। তেল গরম হলে ভেজে নিন। ২ পিঠ ভালোভাবে ভাজা হলে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন শুটকি পাতুরি।

চ্যাপা শুটকির দো-পেয়াজা

চ্যাপা শুটকির দো-পেয়াজা

চ্যাপা শুটকির দো-পেয়াজা

উপকরণ

  • চ্যাপা শুটকি– ৫-৬টি
  • পুটি/মলা শুটকি– ১ মুঠি
  • পিয়াজ মোটা কুচি– ১/৪ কাপ
  • রসুন মোটা কুচি– দেড় কাপ
  • পিয়াজ/রসুন বাটা– ১ চা চামচ করে
  • হলুদ/ধনে গুড়া– ১ চা চামচ করে
  • মরিচ গুড়া– ২ চা চামচ
  • জিরা গুড়া– ১ চা চামচ
  • কাঁচামরিচ– ৭-৮টি
  • তেল/লবন– পরিমানোমতো
  • আস্ত জিরা– ১/২ চা চামচ

প্রণালি

পুঁটি ও মলা শুটকি শুকনো তাওয়ায় টেলে মাথা ফেলে পরিষ্কার করে ধুয়ে রাখুন। চ্যাপা শুটকির মাথা ফেলে ধুয়ে নিন।

প্যানে তেল গরম করে জিরা ফোঁড়ন দিয়ে পিয়াজ-রসুন বাটা দিন। মিনিট খানেক কষিয়ে অল্প পানি দিয়ে লবন ও অন্যান্য গুড়া মসলা কষিয়ে নিন। ২-৩ বার অল্প অল্প পানি দিয়ে মসলা খুব ভালোভাবে কষান। মসলা কষানো হলে শুটকি দিয়ে আবার খুব ভালোভাবে কষান। কষানো হলে অল্প পানি দিন, যাতে শুটকি সেদ্ধ হয়ে যায়। পানি শুকিয়ে গেলে মোটা করে কাটা পিয়াজ-রসুন কুচি ও কাঁচামরিচ দিন। পিয়াজ-রসুন সেদ্ধ হয়ে তেল বের হলে নামিয়ে ফেলুন।

হাইস্যা সাথে ছুরি শুটকির রাজমা

হাইস্যা সাথে ছুরি শুটকির রাজমা

হাইস্যা/ ছুরিতে রাজমা :-

“হাইস্যা” নামকরণ টা কিভাবে হয়েছে জানিনা। আর কেনই বা এমন নামকরণ হলো বলতে পারবো না।এটা বলতে পারি “হাইস্যা” চট্রগ্রামের একটি জনপ্রিয় খাবারের নাম। অনান্য এলাকায় এটাকে কি নাম বলে কেউ জানলে বলতে পারেন।

সুস্বাদু এই রেসিপিটি অনেক নামিদামি খাবারকেও হার মানাবে এটা নিশ্চিত। ছুরি শুঁটকি প্রেমিরা এই হাইস্যা খাই নি এমন রেকর্ড দুস্কর। মূলত সীমের বীচি বা রাজমা ও ছুরি শুঁটকি দিয়ে রান্না করা হয় এই হাইস্যা।

যদিও এটা খুব কমন একটা রেসিপি তারপরও যারা খেয়েছেন কিন্ত রেসিপি জানেন না তাদের জন্য রেসিপিটি দেওয়া হলো।

যা যা লাগবে:-
সীমের বীচি বা রাজমা – ১ কেজি
ভালোমানের লবন ছাড়া ছুরি শুঁটকি – ১ কেজি
পেঁয়াজ কুচি পরিমাণমত
রসুন চেচা পরিমাণ মত
মরিচের গুড়া ১ টেবিল চামচ
হলুদ গুড়া ১.৫ চা চামচ
লবন ও তেল পরিমাণ মত

যা যা করতে হবে:-
সীমের বীচি বা রাজমা ভালোমত ধুয়ে পানি সহ চুলায় বসিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে। তবে সেদ্ধটা এমন হবে যেন গলে না যায়। যখন ডালের ফ্যান আসবে তখন ফ্যান কেটে ফেলে দিয়ে তাত মরিচের গুড়া হলুদের গুড়া ও আগে থেকে কেটে ধুয়ে রাখা শুঁটকি দিয়ে দিতে হবে। এবং লবনও ।শুঁটকি সেদ্ধ হয়ে আসলে আরেকটি পাত্র চুলায় বসিয়ে তাতে তেল গরম করে পেঁয়াজ ও রসুন বেগুনি করে ভেজে নিয়ে শুঁটকির তরকারিতে ভাগার দিতে হবে। ভাগার দেওয়া অবস্হায় চুলায় রেখে আরেকটু নেড়েচেড়ে নিতে হবে। ইচ্ছে হলে সময়ে দুএকটি কাঁচামরিচ ফালি করে দিতে পারেন। একমিনিট পর দেখবেন তরকারির সুগন্ধে পুরো ঘর ভরে গেছে তখনই চুলা অফ করে দিবেন। তারপর আর কি সুন্দর করে সাজিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নিন সুস্বাদু হাইস্যা।

খুবই সহজ রান্না পদ্ধতি তবে সাবধানতা অবলম্বন করতে হবে যেন বেশী সিদ্ধ হয়ে বীচি গলে না যায়। আবার কমসিদ্ধ হলেও কিন্ত শক্ত থাকবে খেতে মজা লাগবে না।

ছুরি মাছের শুঁটকির দোমাছা

ছুরি মাছের শুঁটকির দোমাছা

উপকরণ

  • ছুরি মাছের শুঁটকি ১ কাপ
  • চিংড়ি মাছ ১ কাপ
  • পেঁয়াজকুচি ১ টেবিল চামচ
  • রসুনবাটা ১ টি স্পুন
  • গোটা রসুন কোয়া ৭-৮টি
  • পেঁয়াজবাটা ১ টি স্পুন
  • টমেটোকুচি ১ টেবিল চামচ
  • তেল ২ টেবিল চামচ
  • হলুদগুঁড়া আধা টি স্পুন
  • মরিচগুঁড়া দেড় টি স্পুন
  • লবণ পরিমাণমতো
  • কাঁচা মরিচ ফালি ৫-৬টা
  • ধনিয়াপাতাকুচি ১ টেবিল চামচ

প্রণালি

ছুরি মাছের শুঁটকি টুকরা করে গরম পানিতে ভিজিয়ে রাখুন এবং নরম হলে ভেতরের কাটা বেছে নিন।চিংড়ি মাছের মাথা ফেলে ধুয়ে রাখুন অথবা কোরাল মাছ নিলে ছোট ছোট করে কেটে নিন।গরম তেলে পেঁয়াজ অল্প ভেজে হলুদগুঁড়া, মরিচগুঁড়া, রসুনবাটা, পেঁয়াজবাটা, লবণ ও টমেটোকুচি দিয়ে কষিয়ে নিন।এবার শুঁটকি দিয়ে নাড়ুন। চিংড়ি অথবা কোরাল মাছের টুকরা ঢেলে কষিয়ে নিন।অল্প পানি দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর কাঁচা মরিচ ও ধনিয়াপাতাকুচি দিয়ে নামিয়ে নিন।তৈরি হয়ে গেলো মজার দোমাছা।

 

চ্যাপা শুটকি দিয়ে চালকুমড়া

চ্যাপা শুটকি দিয়ে চালকুমড়া

উপকরণ

  • চালকুমড়া– ছোটো ১ টি
  • চ্যাপা শুটকি– ৭-৮টি
  • পিয়াজ কুচি– ১/৪ কাপ
  • আস্ত রসুন– ২টি/১টি কুচি ও ১টি থ্যাতো করা
  • হলুদ/মরিচ/ধনে গুড়া– ১ চা চামচ করে
  • কাঁচামরিচ– ৮-১০টি
  • তেল/লবন– পরিমানমতো

প্রণালি

চ্যাপা শুটকি মাথা ফেলে পরিষ্কার করে ধুয়ে রাখুন।চালকুমড়া ডুমো করে কেটে ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিন।

প্যানে তেল গরম করে পিয়াজ লাল করে ভেজে অল্প পানি দিয়ে গুড়া মসলা ও থ্যাতো করা রসুন দিয়ে কষিয়ে নিন।মসলা কষানো হলে আবার অল্প পানি দিয়ে শুটকি ও ৪-৫টা কাঁচামরিচ দিয়ে ভালো করে কষান।তেল ভাসলে চালকুমড়া দিন।মসলার সাথে চাল কুমড়া মিশিয়ে ঢাকনা দিয়ে দিন। পানি দেয়ার দরকার নেই।চাল কুমড়া থেকেই পানি বেরুবে।মৃদু আঁচে রান্না করুন।মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিন।কুমড়া সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসলে রসুন কুচি ও বাকি কাঁচামরিচ দিয়ে কিছুক্ষন দমে রেখে নামিয়ে ফেলুন।

ছুরি শুটকির দোপেঁয়াজা

ছুরি শুটকির দোপেঁয়াজা

উপকরণ

  • ছুরি শুটকি – ১টি
  • পেঁয়াজ কুচি – উচু উচু১ /২ কাপ
  • রসুন কুচি – ১/৪ কাপ
  • পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ
  • রসুন বাটা – ১ চা চামচ
  • হলুদ, মরিচ, ধনিয়া গুড়া – ১ চা চামচ করে
  • কাঁচামরিচ কাটা – ১/৪ কাপ
  • তেল – পরিমান মতো
  • লবণ – স্বাদ মতো

প্রণালি

– ছুরি শুটকি ছোট পিস করে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে ছেঁচে নিন।
— তেল গরম করে ১টেবিল চামচ পেঁয়াজ বাদামী করে ভেজে সব মসল্লা পানি ও লবণ দিয়ে কষিয়ে নিন।
— কষানো হলে শুটকি দিয়ে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিন।
— পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাটা কাঁচামরিচ দিন।
— এগুলো সেদ্ধ হয়ে নরম হলে নামিয়ে ফেলুন।

 

পুটি শুটকির চচ্চড়ি

পুটি শুটকির চচ্চড়ি

উপকরণ

  • পুঁটি শুঁটকি– ১/২ কাপ
  • নতুন মূলা– ২৫০ গ্রাম
  • বেগুন– ২৫০ গ্রাম
  • আলু– মাঝারি ১টি
  • পিয়াজ কুচি— ১/৪ কাপ
  • রসুন মোটা কুচি– আস্ত ১টি
  • পিয়াজ বাটা– ১ টে চামচ
  • আদা/রসুন বাটা– ১/২ চা চামচ
  • হলুদ/ ধনে গুঁড়া– ১ চা চামচ করে
  • মরিচ গুড়া– ২ চা চামচ
  • জিরা গুড়া– ১/২ চা চামচ
  • কাঁচামরিচ ফালি– ৮-১০টি
  • তেল/লবন– পরিমানমতো

প্রণালি

শুকনা তাওয়ায় শুটকি টেলে ধুয়ে নিন। মূলা কুটে গরম পানিতে ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিন।

প্যানে তেল গরম করে লাল করে পিয়াজ কুচি ভেজে অল্প পানিতে সব বাটা ও গুড়া মসলা কষিয়ে নিন। মসলা থেকে তেল ছেড়ে আসলে আবার একটু পানিতে শুটকি, মূলা ও আলু কষিয়ে ঢাকনা দিয়ে দিন। আলু প্রায় সেদ্ধ হয়ে আসলে বেগুন ও কাটা রসুন দিয়ে কষান। কষানো হলে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে আঁচ কমিয়ে রান্না করুন। সবকিছু সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসলে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষন দমে রেখে নামিয়ে ফেলুন।

চ্যাপা ভর্তা

চ্যাপা ভর্তা

উপকরণ

  • চ্যাপাশুটকি ২০ গ্রাম
  • শুকনা মরিচ ১৫টি
  • পেঁয়াজ টুকর ১ কাপ
  • রসুন কোয়া আধা কাপ
  • লবণ স্বাদমত
  • লাউপাতা ২টি

প্রণালি

শুটকি গুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার লাউ পাতা দিয়ে ভালো ভাবে মুড়ে নিন। ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে গরম করে নিন।সেদ্ধ না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।ভাজা হয়ে গেলে উপরের পাতাটি ফেলে দিতে হবে।কড়াইয়ে রসুন ও পেঁয়াজ টেলে নিতে হবে। এমন ভাবে টালুন যাতে এগুলো কচকচে থাকে। শিলপাটায় শুকনা মরিচ বেটে নিন।এবার শুটকি, লবণ ও রসুন

লইট্যা শুঁটকি কচুর লতির চচ্চড়ি

লইট্যা শুঁটকি কচুর লতির চচ্চড়ি

উপকরণ

  • কচুর লতি– ১/২ কেজি
  • লইট্যা শুঁটকি– ১ কাপ
  • (ছোটো ছোটো টুকরা করা)
  • চ্যাপা শুঁটকি– ২-৩ টি
  • পেঁয়াজ কুচি– ১/৪ কাপ
  • কাটা রসুন– ১/২ কাপ
  • চেরা কাঁচামরিচ– ১০-১২ টি
  • রসুন বাটা– ২ টে চামচ
  • হলুদ,ধনে গুঁড়া– ১/২ চা চামচের কম
  • মরিচ গুঁড়া– ১/২ চা চামচ
  • লবণ– স্বাদমতো
  • তেল– প্রয়োজনমতো

প্রণালি

চ্যাপা শুঁটকি কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে রাখুন। শুকনা খোলায় লইট্যা শুঁটকি টেলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিন।
হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হলে কাটা রসুন ছাড়া একে একে অন্যান্য মসলা কষিয়ে দুই পদের শুঁটকি মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। কষানোর সময় অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে যাতে মসলা পুড়ে না যায়। শুঁটকি কষানো হলে লতি ও কাটা রসুন মিশিয়ে সামান্য পানি দিন। পানি একদম কম দিতে হবে। লতি ডুবিয়ে পানি দিলে লতি গলে ভর্তা হয়ে যাবে। প্রথমে আঁচ বাড়িয়ে ঢাকনা দিয়ে রান্না করুন। ফুটে উঠলে আঁচ মাঝারি করে রান্না করুন। লতি সেদ্ধ হলে ঢাকনা খুলে দিন। পানি থাকলে পানি টানিয়ে নামিয়ে ফেলুন।
রেসিপি: লইট্টা শুঁটকি ভুনা

রেসিপি: লইট্টা শুঁটকি ভুনা

গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল শুঁটকি ভুনার কোনও তুলনা নেই। জেনে নিন কীভাবে লইট্টা শুঁটকি ভুনা করবেন।

উপকরণ

পরিষ্কার করা লইট্টা শুঁটকি- ১ কাপ
পেঁয়াজ কিউব করে কাটা- ১/২ কাপ
রসুনের কোয়া- ১/২ কাপ (কেটে নেওয়া)
শুকনা মরিচ- ২টি
তেল- প্রয়োজন মতো
পেঁয়াজ কুচি- ১/২ কাপ
রসুন বাটা- ১/২ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
কাঁচা মরিচ- কয়েকটি
প্রস্তুত প্রণালি
শুকনো তাওয়ায় পরিষ্কার করা শুঁটকি টেলে নিন। ফুটন্ত গরম পানিতে টেলে নেওয়া শুঁটকি ভিজিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। এতে শুঁটকিতে থাকা আলগা ময়লা দূর হবে। আরও পাঁচ থেকে ছয়বার শুঁটকি কচলে ধুয়ে নিন গরম পানিতে।
প্যানে তেল গরম করে শুকনা মরিচ টুকরো করে দিয়ে দিন। ধুয়ে রাখা শুঁটকি ও রসুনের কোয়া দিয়ে কয়েক মিনিট ভেজে নিন। লবণ ও হলুদের গুঁড়া দিয়ে নাড়ুন। কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজের রঙ বদলে যাওয়া শুরু করলেই মিশ্রণটি উঠিয়ে নিন প্যান থেকে। একই প্যানে আরও খানিকটা তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন। পেঁয়াজ নরম হয়ে গেলে আদা ও রসুন বাটা দিয়ে নেড়ে নিন। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পানি দিন। ভালো করে কষিয়ে নিন মসলা। শুঁটকির মিশ্রণ দিয়ে নেড়েচেড়ে নিন। প্যান ঢেকে দিন। মাঝে কয়েকবার নেড়ে দেবেন। অল্প অল্প করে পানি দিয়ে রান্না করুন শুঁটকি। তেল ভেসে উঠলে কাঁচা মরিচের টুকরা দিয়ে কয়েক মিনিট ঢেকে রাখুন। নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

Back to Top
//
আমাদের কাষ্টোমার কেয়ার সব সময় আপনার সেবায়!
👋 অর্ডার কিংবা যেকোন তথ্য পান!
Product has been added to your cart