উপকরণ
- ছুরি শুটকি – ১টি
- পেঁয়াজ কুচি – উচু উচু১ /২ কাপ
- রসুন কুচি – ১/৪ কাপ
- পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ
- রসুন বাটা – ১ চা চামচ
- হলুদ, মরিচ, ধনিয়া গুড়া – ১ চা চামচ করে
- কাঁচামরিচ কাটা – ১/৪ কাপ
- তেল – পরিমান মতো
- লবণ – স্বাদ মতো
প্রণালি
– ছুরি শুটকি ছোট পিস করে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে ছেঁচে নিন।
— তেল গরম করে ১টেবিল চামচ পেঁয়াজ বাদামী করে ভেজে সব মসল্লা পানি ও লবণ দিয়ে কষিয়ে নিন।
— কষানো হলে শুটকি দিয়ে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিন।
— পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাটা কাঁচামরিচ দিন।
— এগুলো সেদ্ধ হয়ে নরম হলে নামিয়ে ফেলুন।
Add comment