মূলা-লইট্যার চচ্চড়ি
October 18, 2020 2020-10-18 15:07মূলা-লইট্যার চচ্চড়ি

মূলা-লইট্যার চচ্চড়ি
উপকরণ
- মূলা– দেড় কাপের মতো
- পিস করা লইট্যা– ১ কাপ
- আলু– ১টি
- পিয়াজ কুচি– ৫-৬টি
- রসুন মোটা কুচি– আস্ত ২টি
- কাঁচামরিচ ফালি– ৭-৮টি
- আদা/রসুন বাটা– ১/২ চা চামচ করে
- হলুদ/ধনিয়া গুড়া– ১/২ চা চামচ করে
- মরিচ গুঁড়া– ১ চা চামচ
- তেল/লবন– পরিমানমতো
প্রণালি
সামান্য হলুদ-লবন দিয়ে ফুটন্ত গরম পানিতে মূলা ভাপ দিয়ে পানি ছেঁকে নিন। শুকনা তাওয়ায় শুটকি টেলে কমপক্ষে ২০-৩০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে বেশ ভালোভাবে ধুয়ে নিন, যেনো শুটকিতে কোনো বালু না থাকে।
প্যানে তেল গরম করে পিয়াজ কুচি ভেজে অল্প পানিতে মসলা কষিয়ে নিন। মসলা থেকে তেল ছেড়ে আসলে আবার একটু পানি দিয়ে শুটকি ও আলু দিয়ে কষান। আলু সেদ্ধ না হলে একটু পানি দিতে পারেন। আলু ও শুটকি বেশ কিছুক্ষন কষানো হলে রসুন কুচি মিশিয়ে তারপর মূলা দিয়ে আঁচ কমিয়ে দিন। মাঝে মাঝে নেড়ে দিন। মূলা সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসলে কাঁচামরিচ ফালি মিশিয়ে নামিয়ে ফেলুন। লবনের পরিমান খুব আন্দাজ করে দিতে হবে।