উপকরণ
শুঁটকি মাছ ১৫-২০ টা, পেঁয়াজ ২ টো, রসুন ৭-৮ কোয়া, পরিমাণ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, গুঁড়ো হলুদ।
পদ্ধতি
প্রথমে শুঁটকি মাছ কেটে নিয়ে গরম জলে সেদ্ধ করার পর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিন। এবারে কাঁটা বেছে ফেলুন। মাছগুলোকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিন। এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাটা রসুন এগুলোকেও ব্লেন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিন। মাছের পেস্টের সাথে এই পেস্টটিকে ভালো করে মিশিয়ে নিন। এবারে কড়াইয়ে বেশ খানিকটা তেল নিন। তেলটি গরম হওয়ার পরে তার মধ্যে এই মিশ্রণটি ঢেলে দিন। এবারে বেশ কিছুক্ষণ হাতা দিয়ে নেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিন।
আরও কিছুক্ষণ হাতা দিয়ে ঘেঁটে নেওয়ার পরে স্বাদ বুঝে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিন। তবে এ ক্ষেত্রে ঝাল একটু বেশী হলে বরং খেতে ভালোই লাগে। এরপর খানিকটা গুঁড়ো হলুদ দিন। এবারে পুরো জিনিসটা বেশ কিছুক্ষণ হাতা দিয়ে ঘাঁটতে থাকুন। বাড়তি তেল যেন না থাকে দেখবেন। আর কড়াইয়ের সাথে যাতে না আটকে ধরে, তাই শেষ পর্যন্ত আপনাকে হাতা দিয়ে ঘেঁটে যেতে হবে। ব্যাস, হয়ে গেলে নামিয়ে নিন আর চেখে দেখুন। আপনার শুঁটকি বাটা প্রস্তুত।
-
৫৫৫ ঝাল বরই বার্মিজ আচার-৪৮ পিস Barmis Achar140.00৳
-
আমসত্ব মিষ্টি বার্মিজ আচার ১৫ পিস – Barmis Achar120.00৳
-
এ্যাংরি বার্ড শুকনো বরই বার্মিজ আচার ১৫ পিস – Barmis Achar120.00৳
-
আপেল বরই বার্মিজ আচার -১৫ পিস – Barmis Achar120.00৳
-
ইন্টারনেট ঝাল বরই বার্মিজ আচার ১৫ পিস – Barmis Achar120.00৳
-
হাটুকারে ঝাল আম বার্মিজ আচার ১৫ পিস – Barmis Achar120.00৳
-
Fresh Fruits বার্মিজ মিক্স চালতা আচার -১৫ পিস – Barmis Achar120.00৳
-
Product on saleবার্মিজ বাদাম 1 kg300.00৳
-
সিগমা তেতুল জার50.00৳
Leave a comment