শুটকি রেসিপি October 14, 2020 /Posted by / 0 শুটকি রেসিপি…. দোমাছা উপকরণ : ১. ছুরি মাছের শুঁটকি ১ কাপ, ২. কোরাল চিংড়ি মাছ ১ কাপ, ৩. পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, ৪.রসুনবাটা ১ চা-চামচ, ৫.গোটা রসুন কোয়া ৭-৮টি, ৬.পেঁয়াজবাটা ১ চা-চামচ, ৭.টমেটোকুচি ১ টেবিল চামচ, ৮.তেল ২ টেবিল চামচ, ৯.হলুদগুঁড়া আধা চা-চামচ, ১০. মরিচগুঁড়া দেড় চা-চামচ, ১১. লবণ পরিমাণমতো, ১২. কাঁচা মরিচ ফালি ৫-৬টা, ১৩. ধনিয়াপাতাকুচি ১ টেবিল চামচ। প্রণালি :> ছুরি মাছের শুঁটকি টুকরা করে গরম পানিতে ভিজিয়ে রাখুন। নরম হলে ভেতরের কাটা বেছে নিন। চিংড়ি মাছের মাথা ফেলে ধুয়ে রাখুন। অথবা কোরাল মাছ নিলে ছোট ছোট করে কেটে তেলে পেঁয়াজ অল্প ভেজে হলুদগুঁড়া, মরিচগুঁড়া, রসুনবাটা, পেঁয়াজবাটা, লবণ ও টমেটোকুচি দিয়ে কষান। এবার শুঁটকি দিয়ে নাড়ুন। চিংড়ি অথবা কোরাল মাছের টুকরা ঢেলে কষান। অল্প পানি দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর কাঁচা মরিচ ও ধনিয়াপাতাকুচি দিয়ে নামিয়ে নিন। Tags: কাচকি শুটকি রেসিপি, গ্রামের স্টাইলে শুঁটকি ভর্তা রেসিপি, চ্যাপা শুটকি ভুনা রেসিপি, চ্যাপা শুটকি রেসিপি, টাকি শুটকি ভুনা রেসিপি, মাংসের শুটকি রেসিপি, রেসিপি, লইট্টা শুটকি ভর্তা রেসিপি, লইট্টা শুটকি ভুনা, লইট্টা শুটকি ভুনা রেসিপি, লইট্টা শুটকি রান্নার রেসিপি, লইট্টা শুটকি রেসিপি, লইট্টা শুটকির রেসিপি, শিল পাটায় শুটকি ভর্তা রেসিপি, শুটকি, শুটকি চচ্চড়ি রান্না রেসিপি, শুটকি ভর্তা, শুটকি ভর্তা রেসিপি, শুটকি ভুনা, শুটকি ভুনা রেসিপি, শুটকি মাছ রান্না রেসিপি, শুটকি রান্না, শুটকি রেসিপি, শুটকির রেসিপি, সহজে শুটকি ভর্তা রেসিপি Share Post Twitter Facebook VK Pinterest Mail to friend Linkedin Whatsapp Skype লটিয়া শুঁটকি ভর্তা ছুরি শুটকি ভুনা রেসিপি
Add comment