coxsbazarshop.com
Home
Shop
Wishlist0

Call us: 09613-660510

The CoxsbazarShop – Online Shop from Coxs Bazar. Buy dry fish From Cox’s Bazar |Buy dry fish online From Cox’s Bazar | Buy shutki Fish From Cox’s Bazar | Dry fish in Bangladesh | Organic dry fish(without pesticide) 100% hygienic and this is first time in Bangladesh.

৪০% এর বেশি ছাড় পেতে   আমাদের অফার কালেকশন চেক করুন 
৪০% এর বেশি ছাড় পেতে   আমাদের অফার কালেকশন চেক করুন 

বার্মিজ চন্দন মাটি

বার্মিজ চন্দন মাটি
০১.চন্দন ও গোলাপজল একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে গলায় ও ঘাড়ে ম্যাসেজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।
০২. রোদে পড়া দাগ হলে শসার রস, চন্দন, দই একসাথে মিশিয়ে ত্বকে লাগান। ২০/২৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এ ফেসপ্যাক ত্বকের রোদে পোড়া ভাব কমাবে।
০৩. চোখের চারপাশে ডার্ক সার্কেল দূর করতে গোলাপ জলের সাথে চন্দন মিশিয়ে লাগান। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলুন। এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করুন।।

মাত্র ১মাসে ত্বক ফর্সা করতে মুলতানি মাটির ফেসপ্যাক

মাত্র ১মাসে ত্বক ফর্সা করতে মুলতানি মাটির ফেসপ্যাক (face pack) জেনেনিন!
স্কিনকে ফর্সা করতে ফেয়ারনেস cream তো অনেক ব্যবহার করলেন। কিন্তু তাতে কি সত্যি স্কিন ফর্সা হয়েছে? হ্যাঁ হয়েছে, সেটা অবশ্য সাময়িক। খুব ভালো হত না যদি স্কিনটা সবসময় চকচক করত! তাহলে তো কোন ক্রিম লাগাবার দরকারই পড়ত না। সেটাও সম্ভব আর খুব তাড়াতাড়ি। যদি কাজে লাগান এই উপাদানটিকে।

মুলতানি মাটির ফেসপ্যাক (face pack)
ফুল্লারস আর্থ বা মুলতানি মাটির বহুকাল ধরেই রূপচর্চায় ব্যবহার আছে। এতে থাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যা স্কিনের বিভিন্ন সমস্যার সমাধান তো করেই, তার সাথে স্কিনকে সুন্দর করে তুলতেও এর জুড়ি মেলা ভার। স্কিনের যে কোনো সমস্যা সারিয়ে তুলতে উপযোগী। এটি স্কিনকে খুব সুন্দর ভাবে ভেতর থেকে clean করে। স্কিনের অতিরিক্ত তেল ময়লা টেনে বার করে এবং একটা হেলদি স্কিন দেয়। আর ত্বককে ফর্সা করার ক্ষেত্রে এর মত উপকারি উপাদান খুব কমই আছে। চলুন দেখে নেওয়া যাক, ত্বককে ফর্সা করতে কিভাবে কাজে লাগাবেন মুলতানি মাটিকে।

গরজিয়াস স্কিন পেতে
গরজিয়াস স্কিন পেতে একসঙ্গে ব্যবহার করুণ মুলতানি মাটি, চন্দন, ও টম্যাটো। কিভাবে করবেন? দেখে নিন।

উপকরণ
২চামচ মুলতানি মাটি, ১চামচ চন্দন ও ১চামচ টম্যাটোর রস বা একটা ছোট টম্যাটো

পদ্ধতি
মুলতানি মাটি, চন্দন ও টম্যাটোর juice বা ছোট টম্যাটো ব্লেণ্ড করেও ব্যবহার করতে পারেন। সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। চাইলে এর সঙ্গে এক চিমটে হলুদ গুড়ো মিশিয়ে নিতে পারেন। এবার এই ঘন পেস্টটা মুখে, গলায় ভালো করে লাগান। ১৫ মিনিট রেখে হালকা গরমজলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন করলেই চোখে পড়বে স্কিনের গ্লো।

স্কিনকে ভেতর থেকে রেডিয়েন্ট করে তুলতে
আমরা জানি পাকা পেঁপে ও মধু দুটোই স্কিনকে fair করতে বেশ উপকারি। আর এর সাথে মুলতানি মাটি যোগ হলে তো কোন কথাই নেই। রেডিয়েন্ট স্কিন পাওয়া হাতের মুঠোয়।

উপকরণ
হাফ কাপ পেঁপের টুকরো, ১চামচ মুলতানি মাটি ও ১চামচ মধু।

পদ্ধতি
পাকা পেঁপে আগে ব্লেণ্ড করে নিন। এরপর এর সাথে মুলতানি মাটি ও মধু (honey) মেশান। ভালো করে মিশিয়ে ঘন পেস্টটা মুখ, গল্‌ ঘাড়ে লাগান। ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর হালকা গরমজলে ধুয়ে নিন। এটা ডার্ক প্যাচেস দূর করে স্কিনকে গ্লোয়িং করে তোলে।

ইনস্ট্যান্ট গ্লো পেতে
ইনস্ট্যান্ট গ্লো পেতে ব্যবহার করুন মুলতানি মাটি ও তার সঙ্গে একটু আঙুর। আঙুর স্কিনকে ডিটক্সিফাই করে, যার ফলে পাওয়া যায় পার্লারের মত নিখুঁত ফেসিয়াল গ্লো (facial glow)। আর এতে আছে অ্যান্টি-এজিং গুনাগুণ যা স্কিনকে রাখে টানটান, স্মুথ আর স্কিন কুঁচকে যাবার হাত থেকে রক্ষা করে। আর মধু স্কিনকে ময়েশচারাইজড রাখে।

উপকরণ
১ চামচ মুলতানি মাটি, ১চামচ মধু ও কয়েকটা আঙুর।

Back to Top
//
আমাদের কাষ্টোমার কেয়ার সব সময় আপনার সেবায়!
👋 অর্ডার কিংবা যেকোন তথ্য পান!
Product has been added to your cart