coxsbazarshop.com
Home
Shop
Wishlist0

Call us: 09613-660510

লইট্টা শুঁটকিতে বেগুনের আলু ঝোল

লইট্টা শুঁটকিতে বেগুনের আলু ঝোল

লইট্টা শুঁটকিতে বেগুনের আলু ঝোল

উপকরণ: লইট্টা মাছের শুঁটকি ১০–১২টি, বেগুন ২টি, আলু ২টি (লম্বা করে কাটা), পেঁয়াজ ২টি (কুঁচি), রসুন অর্ধেকটা (কিছু কুঁচি, কিছু আস্ত), তেল ১ টেবিল চামচের ৩ ভাগের ১ ভাগ, মরিচগুঁড়া ১ চা-চামচ, ধনিয়া ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো ও ঝোলের জন্য পানি পরিমাণমতো।

প্রণালি: লইট্টা মাছের শুঁটকি ভালো করে পরিষ্কার করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওপরের উপকরণ দিয়ে মশলা কষিয়ে নিন। এর মধ্যে শুঁটকি ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে ২-৩ মিনিট রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে এতে আলু দিন, কিছুক্ষণ কষিয়ে নিন। কষানো হলে বেগুন দিয়ে আবার ১-২ মিনিট রান্না করেন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলে লবণ চেখে নামিয়ে নিন।

আলু ও রসুন দিয়ে ছুড়ি শুঁটকি ভুনা

আলু ও রসুন দিয়ে ছুড়ি শুঁটকি ভুনা

ভোজন রসিকরা আজকে দুই ভাগে বিভক্ত, একভাগ শুঁটকি পছন্দ করেন, আরেক ভাগ করেন না। পছন্দ করেন না শুধুমাত্র একটি কারণে, তাদের শুঁটকির আঁশটে গন্ধটা পছন্দ না। আমি রসুন আলু দিয়ে ছুড়ি মাছের শুঁটকি ভুনা রান্না করছি। আমার রেসিপি হুবহু ফলো করে দেখবেন, শুঁটকি সম্পর্কে আপনাদের ধারণাই বদলে যাবে। চলুন তৈরী করি রসুন আলু দিয়ে ছুড়ি মাছের শুঁটকি ভুনা।

তৈরী করতে লাগছে –

[porto_best_selling_products view=”grid” per_page=”4″]

  1. ছুড়ি মাছের শুঁটকি ১০০ গ্রাম (কাটাকুটি করার আগে ১০০ গ্রাম)
  2. রান্নার তেল ০.২৫ কাপ
  3. পিঁয়াজ কুচি ১ কাপ
  4. শুকনো মরিচের গুঁড়ি ১ টেবিল চামুচ
  5. হলুদের গুঁড়ি ০.৫ চা চামুচ
  6. ধনে গুঁড়ি ১ চা চামুচ
  7. জিরা গুঁড়ি ১ চা চামুচ
  8. লবণ: মাছ ভেজাতে ১ চা চামুচ, রান্নায় ১ চা চামুচ
  9. আদা বাটা ১ চা চামুচ
  10. রসুন বাটা ১ চা চামুচ
  11. কিউব করে কাটা আলু ২ কাপ
  12. রসুনের গোটা কোয়া ১ কাপ
  13. কাঁচা মরিচ ৮/১০ টি

রান্নায় কতটুকু পানি দিয়েছি সেটা ভিডিওতে পরিস্কার দেখানো আছে।

শুঁটকি পাতুরি তৈরির রেসিপি

শুঁটকি পাতুরি তৈরির রেসিপি

শুঁটকির নাম শুনলে জিভে জল চলে আসে অনেক ভোজনরসিকেরই। ধোঁয়াওঠা গরম একথালা ভাতের সঙ্গে শুঁটকির যেকোনো পদ হলে তো কথাই নেই! শুঁটকি ভুনা কিংবা ভর্তা করে খেয়ে থাকেন, কিন্তু শুঁটকির পাতুরির রেসিপি অনেকেরই জানা নেই। আজ চলুন জেনে নেয়া যাক শুঁটকি পাতুরি তৈরির রেসিপি-

উপকরণ:

চ্যাপা শুঁটকি ৫০ গ্রাম
আলু কুচি ২ কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
রসুন বাটা ২ টেবিল চামচ
মরিচ বাটা ৩ টেবিল চামচ
হলুদ বাটা ১ চা চামচ
আদা বাটা আধা টেবিল চামচ
ধনিয়াপাতা কুচি আধা কাপ
ফিশসস ১ টেবিল চামচ
তেল আধা কাপ
লবণ ১ চা চামচ
লাউ বা কুমড়োপাতা ১৫টি।

প্রণালি :

[porto_sale_products view=”grid” per_page=”4″]

শুঁটকি ধুয়ে বেটে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি নরম করে ভেজে ধনেপাতা ও লাউ/কুমড়োপাতা ছাড়া সব উপকরণ দিয়ে ভুনে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা সুস্বাদু শুঁটকি পাতুরি।

লইট্টা শুঁটকি ভুনা!

লইট্টা শুঁটকি ভুনা!

দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল লইট্টা শুঁটকি ভুনা হলে কিন্তু জমবে বেশ। কিন্তু এই পদের রান্নার পদ্ধতিটি তো জানা নেই! তাহলে  জেনে নেওয়া যাক লইট্টা শুঁটকি ভুনা রান্নার পুরো পদ্ধতিটি।

লইট্টা শুঁটকি ভুনা রান্নার পদ্ধতি

উপকরণ

  • লইট্টা শুঁটকি- ১ কাপ ( ধুয়ে নিয়ে প্যান এ হাল্কা টেলে নেয়া )
  • রসুন কুঁচি- ১ কাপ ( একটু মোটা করে কুঁচি করা )
  • পেঁয়াজ কুঁচি- দেড় কাপ
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • শুঁকনো মরিচ গুঁড়া- ২ চা চামচ (ঝাল কম খেতে চাইলে কম করে দিতে পারেন)
  • ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
  • তেল- ১/৪ কাপ
  • লবণ- স্বাদমতো
  • ধনিয়া পাতা কুঁচি- সাজানোর জন্য
  • কাঁচামরিচ- কয়েকটা

প্রণালী 

[porto_top_rated_products view=”grid” per_page=”4″]

১. প্রথমে প্যানে তেল দিয়ে এতে পেঁয়াজ কুঁচি দিন 

২. তারপর মিডিয়াম আঁচে পেঁয়াজ নরম হবার আগ পর্যন্ত রান্না করুন।

৩. এরপর রসুন কুঁচি দিয়ে রান্না করুন ৩ থেকে ৪ মিনিট।

৪. এখন সব গুঁড়া মশলা দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন।

৫. এবার টেলে রাখা শুঁটকি দিয়ে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নিন।

৬. এবার এতে স্বাদ অনুযায়ী লবণ, কয়েকটা কাঁচামরিচ আর ১/৪ কাপ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন আরও ১০ থেকে ১২ মিনিট।

৭. তরকারিতে তেলটা উপরে উঠে আসলে নামিয়ে গরম গরম ভাত এর সাথে পরিবেশন করুন ঝাল লইট্টা শুঁটকি ভুনা!

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল

ইরি চালের মোটা ভাত আর ছোট বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা ! ঝাল বোম্বাই মরিচ কচলে এক গামলা ভাত । হ্যাপি লাঞ্চ টাইম, তাই নয় কী? চলুন জেনে নিই বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা রেসিপি নিয়ে বিস্তারিত।

বেগুন দিয়ে কেচকি শুঁটকি রান্নার উপকরণ

  • কেচকি শুঁটকি ১ কাপ ( ধুয়ে নিয়ে প্যান এ হালকা টেলে নেয়া )
  • ছোট বেগুণ টুকরা হাফ কাপ পরিমাণ
  • রশুন কুচি ১ কাপ ( একটু মোটা করে কুচি করা )
  • পেয়াজ কুচি দেড় কাপ
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ২ চা চামচ ( ঝাল কম খেতে চাইলে কম করে দিতে পারেন)
  • ধনিয়া গুঁড়া ১ চা চামচ
  • তেল ১/৪ কাপ
  • লবন স্বাদমত

বেগুন দিয়ে কেচকি শুঁটকি রান্নার প্রণালী

প্রথমে প্যান এ তেল দিয়ে এতে পেয়াজ কুচি দিন। মিডিয়াম আঁচে পেয়াজ তা নরম হবার আগ পর্যন্ত রান্না করুন। এখন রশুন কুচি দিয়ে রান্না করুন ৩ থেকে ৪ মিনিট । এখন সব গুঁড়া মশলা দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন । এবার টেলে রাখা শুঁটকি দিয়ে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নিন । এতে বেগুন টুকরা , স্বাদ অনুযায়ী লবন , কয়েকটা কাঁচামরিচ আর ১/৪ কাপ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন আরও ১০ থেকে ১২ মিনিট ,তরকারিতে তেলটা উপরে উঠে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা !

Back to Top
//
আমাদের কাষ্টোমার কেয়ার সব সময় আপনার সেবায়!
👋 অর্ডার কিংবা যেকোন তথ্য পান!
Product has been added to your cart