coxsbazarshop.com
Home
Shop
Wishlist0

Call us: 09613-660510

লইট্টা শুটকী বেগুন ভুনা

লইট্টা শুটকী বেগুন ভুনা

উপকরণ

  • হাফ কেজি বেগুন
  • পরিমাণ মত তেল
  • হাফ কাপ লইট্টা শুটকী
  • হাফ কাপ পেয়াজ কুচি
  • ছয় থেকে সাতটি কাচা মরিচ চিরা
  • আদা বাটা এক চা চামচ
  • রসুন বাটা এক চা চামচ
  • ধনিয়াগুড়া দেড় চা চামচ
  • হলুদের গুড়া হাফ চা চামচ
  • স্বাদ মত লবণ।

প্রণালী

  • প্রথমে চুলা জ্বালিয়ে এর উপর একটা পাত্র বসিয়ে দিতে হবে।
  • এবার এর ভিতর পরিমাণ মত পানি দিয়ে দিতে হবে।
  • পানি গরম হয়ে আসলে এর ভিতর লম্বা করে কেটে লইট্টা শুটকি দিয়ে দিতে হবে।
  • এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিতে হবে।
  • এবার মাছটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে দু থেকে তিন বার ধুয়ে নিতে হবে।
  • এখন চুলার উপর একটা প্যান বসিয়ে এটা গরম করে নিতে হবে।
  • এবার এর ভিতর প্রয়োজন মত তেল দিয়ে দিতে হবে।
  • এরপর এর ভিতর পেয়াজ কুচি দিয়ে দিতে হবে।
  • তারপর এর ভিতর কাঁচা মরিচ দিয়ে দিতে হবে।
  • এবার এগুলো নেড়েচেড়ে অল্প করে ভেজে নিতে হবে।
  • এখন এর ভিতর রসুন বাটা দিয়ে দিতে হবে।
  • এরপর এর মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে।
  • এবার সবগুলো একসাথে মিশিয়ে দিতে হবে।
  • এখন এর ভিতর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
  • এবার এর মধ্যে ধনিয়া ও হলুদ গুড়া দিয়ে দিতে হবে।
  • এরপর আবার ও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
  • এবার মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে।
  • মসলাগুলো কষানো হয়ে গেলে এর ভিতর লইট্টা শুটকী গুলো দিয়ে দিতে হবে।
  • এবার চামচ দিয়ে নাড়াচাড়া করে মসলার সাথে মাছ মিশিয়ে দিতে হবে।
  • এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে।
  • এবার এর মধ্যে স্বাদ মত লবণ দিয়ে দিতে হবে।
  • এখন কেটে রাখা বেগুন গুলো এর ভিতর দিয়ে দিতে হবে।
  • এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
  • এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই ‍ুথেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে।
  • এরপর এর ভিতর পরিমাণ পানি দিয়ে দিতে হবে।
  • এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
  • এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিতে হবে।
  • এখন ঢাকনা তুলে এর ভিতর প্রয়োজন মত ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে নিতে হবে।
  • এবার এটা আরো পাঁচ মিনিট লো আচে রান্না করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে।
  • এখন এটাকে নামিয়ে পরিবেশন করা যাবে।
চ্যাপা রসুন ভুনা

চ্যাপা রসুন ভুনা

উপকরণ

  • চ্যাপা শুঁটকি ৫০ গ্রাম
  • রসুন বাটা ২ টেবিল চামচ
  • রসুন স্লাইস আধা কা
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • মরিচ বাটা ২ টেবিল চামচ
  • হলুদ ভাটা ১ টি স্পুন
  • ফিশসস ১ টি স্পুন
  • লবণ স্বাদমতো
  • তেল ১/৩ কাপ
  • কাঁচা মরিচ ৪টি

প্রণালি

রথমে শুটকি ভালো করে ধুয়ে বেটে নিন।এবার কড়াইয়ে তেল গরম দিন।তেল গরম হয়ে গেলে পেঁয়াজ ও রসুন স্লাইস করে গরম তেলে দিয়ে দিন।পেঁয়াজ ও রসুন নরম হলে হলুদ, মরিচ ও রসুন বাটা দিয়ে ভুনে নিন এবং কোয়ার্টার কাপ পানি দিন।মসলা ভুনাভুনা হলে শুঁটকি, লবণ ও ফিশসস দিয়ে ভুনতে থাকুন।স্বাদ অনুযায়ী লবণ দিন। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে কাঁচা মরিচ চিরে দিন। ঝাল কম খেতে চাইলে আস্ত মরিচ দিন।তেল চকচকে হয়ে কড়াই থেকে আলগা হলে নামিয়ে নিন।

মূলা-লইট্যার চচ্চড়ি

মূলা-লইট্যার চচ্চড়ি

উপকরণ

  • মূলা– দেড় কাপের মতো
  • পিস করা লইট্যা– ১ কাপ
  • আলু– ১টি
  • পিয়াজ কুচি– ৫-৬টি
  • রসুন মোটা কুচি– আস্ত ২টি
  • কাঁচামরিচ ফালি– ৭-৮টি
  • আদা/রসুন বাটা– ১/২ চা চামচ করে
  • হলুদ/ধনিয়া গুড়া– ১/২ চা চামচ করে
  • মরিচ গুঁড়া– ১ চা চামচ
  • তেল/লবন– পরিমানমতো

প্রণালি

সামান্য হলুদ-লবন দিয়ে ফুটন্ত গরম পানিতে মূলা ভাপ দিয়ে পানি ছেঁকে নিন। শুকনা তাওয়ায় শুটকি টেলে কমপক্ষে ২০-৩০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে বেশ ভালোভাবে ধুয়ে নিন, যেনো শুটকিতে কোনো বালু না থাকে।

প্যানে তেল গরম করে পিয়াজ কুচি ভেজে অল্প পানিতে মসলা কষিয়ে নিন। মসলা থেকে তেল ছেড়ে আসলে আবার একটু পানি দিয়ে শুটকি ও আলু দিয়ে কষান। আলু সেদ্ধ না হলে একটু পানি দিতে পারেন। আলু ও শুটকি বেশ কিছুক্ষন কষানো হলে রসুন কুচি মিশিয়ে তারপর মূলা দিয়ে আঁচ কমিয়ে দিন। মাঝে মাঝে নেড়ে দিন। মূলা সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসলে কাঁচামরিচ ফালি মিশিয়ে নামিয়ে ফেলুন। লবনের পরিমান খুব আন্দাজ করে দিতে হবে।

 

চ্যাপা ভর্তা

চ্যাপা ভর্তা

উপকরণ

  • চ্যাপাশুটকি ২০ গ্রাম
  • শুকনা মরিচ ১৫টি
  • পেঁয়াজ টুকর ১ কাপ
  • রসুন কোয়া আধা কাপ
  • লবণ স্বাদমত
  • লাউপাতা ২টি

প্রণালি

শুটকি গুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার লাউ পাতা দিয়ে ভালো ভাবে মুড়ে নিন। ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে গরম করে নিন।সেদ্ধ না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।ভাজা হয়ে গেলে উপরের পাতাটি ফেলে দিতে হবে।কড়াইয়ে রসুন ও পেঁয়াজ টেলে নিতে হবে। এমন ভাবে টালুন যাতে এগুলো কচকচে থাকে। শিলপাটায় শুকনা মরিচ বেটে নিন।এবার শুটকি, লবণ ও রসুন

The CoxsbazarShop – Online Shop from Coxs Bazar. Buy dry fish From Cox’s Bazar |Buy dry fish online From Cox’s Bazar | Buy shutki Fish From Cox’s Bazar | Dry fish in Bangladesh | Organic dry fish(without pesticide) 100% hygienic and this is first time in Bangladesh.

৪০% এর বেশি ছাড় পেতে   আমাদের অফার কালেকশন চেক করুন 
৪০% এর বেশি ছাড় পেতে   আমাদের অফার কালেকশন চেক করুন 
কচুর লতি দিয়ে শীদল শুঁটকি রান্না

কচুর লতি দিয়ে শীদল শুঁটকি রান্না

কচুর লতি দিয়ে শীদল শুঁটকি আমাদের গ্রামাঞ্চলে খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি খাবার। আমার খুব মনে আছে একটা সময় ছিল, ছোটবেলায় গৃষ্ম বা বর্ষাকালে হাওর থেকে ছোট মাছ ধরে আনলে দেখতাম মা চিংড়ি মাছগুলোকে আলাদা করে নিতেন। আমাকে ফরমায়েশ দিয়ে বলতেন দেখতো, বাড়ির আশেপাশে কচুর লতি পাওয়া যায় কি না? আমিও কথামত একদম দুহাত ভরে নিয়ে আসতাম। মা তখন চিংড়িমাছ, লতি, কাঁঠালবিচি আর কচুরমুখি দিয়ে কী যে স্বাদের রান্না করতো! সেই স্বাদটা এখনো খুব মিসস করি। কারণ সবকিছু ছিল একদম ফ্রেশ তরতাজা।
আজ আমি ফ্রজেন সব উপকরণ দিয়ে রান্নার চেষ্টা করেছি কারণ, বিলেতে এইসব ফ্রেশ জিনিশ পাওয়া সম্ভব না। তাই ফ্রজেন ছাড়া আমাদের উপায় নাই।

প্রবাসে ব্যাচেলর যারা শীদল শুঁটকি পছন্দ করেন অথবা যারা জানেন না তারা একবার ট্রাই করে দেখতে পারেন।

উপকরণঃ
৫০গ্রাম শীদল শুটকি
১কেজি কচুর লতি
৩০০গ্রাম চিংড়িমাছ
৩০০গ্রাম কাঁঠাল বিচি (ফালি করে নিবেন)
৮-১০টি কচুর মুখি (থাকলে দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্যে না দিলেও চলবে)
২টি নাগামরিচ বা বোম্বাই মরিচ, না থাকলে কাঁচামরিচ ১৫-১৬টি ফালি করে দিলে চলবে
আধাটেবিল চামচ হলদির গুড়া
একটেবিল চামচ মরিচের গুড়া
এবং লবন পরিমানমত।

কচুর লতি দিয়ে শীদল শুঁটকি রান্না
কচুর লতি দিয়ে শীদল শুঁটকি রান্না

প্রণালীঃ
উপরে বর্ণিত উপকরণগুলো শুটকি, কচুরলতি, চিংড়ি, কাঁঠালবিচি এবং কচুর মুখি ধুয়ে পরিষ্কার করে একসাথে পাতিলে ঢেলে দিন। এবার হলদি, মরিচের গুড়া, লবন এবং নাগামরিচ দিয়ে পাতিল চুলার উপর বসিয়ে দিন। আগুন মিডিয়াম ফ্লেইমে রেখে ভাল করে নেড়ে ৮-১০মিনিটের জন্য ঢেকে কষতে দিন। এবার ১ থেকে দেড় লিটার পানি দিয়ে আগুন ফুল ফ্লেইম দিয়ে ২০ মিনিটের জন্য ঢেকে রাখুন। ২০ মিনিট পর যদি দেখেন পানি কমে শিরা ঘনো হয়ে আসছে তাহলে আগুন বন্ধ করে দিন। এবার নাক দিয়ে লম্বা করে একটা টান দিয়ে বলুন আহ! কি সুগন্ধি। ব্যাস হয়ে গেল কচুরলতি দিয়ে শীদল শুঁটকি। মোটা চালের বা সিদ্ধ চালের ভাতের সাথে শুঁটকি খুব যায়।

বিঃদ্রঃ অনেক সময় উপকরণগুলো একেবারে সটিক মাপে না হয়ে চোখের আন্দাজটাই আসল হয়। অতএব,পরিমাপের ক্ষেত্রে একটু কমবেশ হলে খাবার বেলা বুঝতে পারবেন। পরেরবার রাঁধলে ঠিক হয়ে যাবে।

Back to Top
//
আমাদের কাষ্টোমার কেয়ার সব সময় আপনার সেবায়!
👋 অর্ডার কিংবা যেকোন তথ্য পান!
Product has been added to your cart