coxsbazarshop.com
Home
Shop
Wishlist0

Call us: 09613-660510

ব্রকলি দিয়ে চিংড়ি শুটকির রেসিপি

ব্রকলি দিয়ে চিংড়ি শুটকির রেসিপি

ব্রকলি দিয়ে চিংড়ি মাছের শুটকির রেসিপি।

উপকরণ:
চিংড়ি শুটকি ১ কাপ
ব্রকলি ২ কাপ
পিঁয়াজ কুচি বড় আকারের ১ টি
রসুন কুচি ৩ টেবিল-চামচ
কাঁচামরিচ ৫-৬টি
হলুদ গুঁড়া ১ চা-চামচ
মরিচের গুঁড়া এক চা চামচ
লবণ স্বাদ মত
তেল পরিমাণ মত

প্রণালী:
প্রথমে চিংড়ি শুটকি পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর ব্রকলি ছোট ছোট করে কেটে নিন। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে পিঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভাজতে থাকুন। পিঁয়াজ হালকা বাদামি হলে চিংড়ি শুটকি, হলুদ গুঁড়া,মরিচ গুঁড়া, কাঁচামরিচ ও লবণ দিয়ে ভাজতে থাকুন।

পানি ছাড়া রান্না করলে সাধ হবে বেশি। তাই খুব হাল্কা আঁচে রান্না করবেন। চিংড়ি ভাজা ভাজা হয়ে আসলে ব্রকলি দিয়ে দিন। মাঝারি তাপে ব্রকলি সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজুন। ব্রকলির রং সবুজ রাখতে হলে ঢাকনা ব্যবহার করা যাবে না। ব্রকলি সিদ্ধ হলেই চুলা বন্ধ করে দিন। নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

লাউ পাতা অথবা কুমড়া পাতা দিয়ে শুটকি পাতুরি

লাউ পাতা অথবা কুমড়া পাতা দিয়ে শুটকি পাতুরি

যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে শুটকি পাতুড়ি একটি অমৃত খাবার গরম ভাত আর লেবুর সাথে ৷ পাতা দিয়ে পেঁচিয়ে করার হয় বলে এই নামকরণ শুটকির পাতুড়ি ৷ জামালপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোণাকে পৃথক …. ময়মনসিংহ বিভাগ যথা বাংলাদেশের জেলাসমূহ মানুষদের কাছে এই খাবারটি বেশি জনপ্রিয় ৷ এটা চ্যাঁপা শুটকি বা সিঁদল শুটকি দিয়ে তৈরি করা হয় ৷ লাউ পাতা অথবা কুমড়া পাতা দিয়ে সাধারনত এই পাতড়ি তৈরি করা হয় ৷

মা ,নানী ,দাদীদের হাতের রান্না শুটকি পাতুড়ি প্রবাসে অনেকের কাছেই একটি মধুর মুখরোচক স্মৃতি ৷

আমি কখনো নিজেই রান্না করিনি শুটকি পাতুড়ি তবে খেয়েছি বহু বার ৷

যেহেতু আজ আমি নিজেই রান্না করেছি ভাবলাম রেসিপি লিখি সেই ভাবনা থেকেই রেসিপি লিখা ৷ যারা আমার মতো প্রবাসে এই শুটকি পাতুড়ি খেয়েছেন বহুবার কিন্তু নিজের রান্না করেন নাই তাদের জন্য আমার রেসিপি ৷ মা ,খালাদের মতো হয়তো হবে না স্বাদ তবে আপনি আপনার মেয়ের মন জয় করতে পারবেন এটা নিশ্চিত বলছি ৷

গ্রাম বাংলায় এই রান্না রেসিপি ক্ষেত্র বিশেষ একেক জন ,একেক ভাবে করে থাকেন ৷ কেঊ শুটকি ,মরিচ ,রসুন টেলে হাতে কচলিয়ে পরে পেয়াজ মেখে ভর্তা করে পাতার পেঁচিয়ে ভেজে নেন ৷ আবার কেউ শুটকি ,মরিচ ,রসুন কাঁচা অবস্থায় পাটাতে বেটে তারপর কড়াইতে বাগার দিয়ে নেন ,তারপর পেয়াজ দিয়ে ভর্তা টা তৈরি করে এরপর লাউ পাতাতে পেঁচিয়ে ভাজেন ৷
আমি যেভাবে করিছি তার বিররন নিচে ৷
উপকরন :
চ্যাঁপা শুঁটকি ১১ টা ,
রসুন কোয়া ৮ টা ,
শুকনা অথবা কাঁচামরিচ স্বাদ মতো ,
পেয়াজ কুচি এককাপ ,
লবন স্বাদমতো ৷
এবং লাউ পাতা ৷

প্রস্তুত প্রণালি :শুঁটকি গুলো ভালো করে ধুয়ে নিন ৷ শুকনো কড়াই গরম করে তাতে ,রসুন ,মরিচ দিয়ে টেলে নিন এবং তার সাথে শুঁটকি গুলো দিয়ে ভালো করে টেলে নিন ৷

এবার টেলে নেওয়া শুটকি ,মরিচ এবং রসুন লবন দিয়ে ব্লেন্ডারে অথবা পাটাতে বেটে ভর্তা তৈরি করে নিন ৷ তৈরি করা ভর্তা সাথে মিহি পেয়াজ দিয়ে ভালো করে মেখে নিন ৷

লাউ পাতা গুলো হালকা লবন দিয়ে মেখে নরম হলে পানিতে ধুঁয়ে হালকা ভাবে চিপে পানি ঝরিয়ে রাখুন ৷

এবার একটি করে পাতা নিন এবং পাতা মাঝ খানে বানিয়ে রাখা ভর্তা দিয়ে পাতা চারপাশ ভাজ করে থলের মতো বানিয়ে নিন ৷ একই ভাবে সব গুলো পাতার মাঝ খানে ভর্তা দিয়ে সব গুলো বানিয়ে প্লেটে রাখুন ৷

চুলায় কড়াই গরম করে একদম হালকা তেল ব্রাশ করে কড়াইতে বানিয়ে রাখা শুটকি পাতুড়ি গুলো দিয়ে হালকা চুলার আঁচে এপিঠ ওপিঠ করে ভেজে নিন পাতা গুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ৷

তৈরি শুটকি পাতুড়ি গরম ভাত ,পান্তা ভাত পোলাও সাথেও পরিবেশন করতে পারেন ৷

চ্যাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা

চ্যাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা

চ্যাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা
রেসিপিঃ
চ্যাঁপা শুটকি ৫,৬ টা
কাঁঠালের বিচি ১ কাপ ( কষা ফেলে সিদ্ধ করে নেয়া)
পেয়াজ কুচি ২ টা মাঝারি 
রসুন কুচি ১০ কোয়া
শুকনা মরিচ ৬,৭
ভেজিটেবল ওয়েল ২ টেবিল চামচ
লবন স্বাদ মত
সরিষা তেল ১ টেবিল চামচ / ইচ্ছে

প্রনালী ঃ
শুটকি ধুয়ে পরিষ্কার করে রাখুন। এবার একটা কড়াইয়ে তেল দিন। গরম হলে শুকনা মরিচ ভেজে তুলুন। এরপর পেয়াজ রসুন ভেজে নিন। ভাজা হলে সেই তেলে বিচি গুলো ২ মিনিট ভেজে নিন। বিচি ভাজা হলে তুলে নিয়ে শুটকি গুলা ভেজে নিন। সব কিছু ভাজা হলে শিল নোড়ায় সব কিচু পিসে নিন। সব শেষে লবন ও সরিষা তেল দিয়ে মাখিয়ে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুন মজার ভর্তা টি

ছোট চিংড়িমাছের শুটকি দিয়ে বরবটি ভাজি

ছোট চিংড়িমাছের শুটকি দিয়ে বরবটি ভাজি

ছোট চিংড়ি মাছের শুটকি দিয়ে বরবটি ভাজি

রেসিপি:
উপকরণ :
*১ কাপ ছোট চিংড়ি শুটকি
*২ কাপ বরবটি
*একটি মাঝারি আকারের পেয়াজ কুচি
*৩ টেবিল চামচ রসুন কুচি
*৫-৬টি কাচামরিচ
*১ চা চামচ হলুদ গুরো
*পরিমান মত লবণ
*১ চা চামচ আস্ত জিরা
*তেল

পদ্ধতি :
চিংড়ি শুটকি গরম পানি দিয়ে খুব ভালো মত ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার বরবটি ছোট ছোট করে কেটে নিন। করাইয়ে পরিমাণ মত তেল গরম করুন। জিরা দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন। এবার পেয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। রসুন কুচির অর্ধেকটা দিয়ে দিন। পেয়াজ হালকা বাদামী হলে চিংড়ি শুটকি ,হলুদ গুরো,কাচামরিচ ও লবন দিয়ে ভাজতে থাকুন।
কোনো পানি দিবেন না। চিংড়ি ভাজা ভাজা হয়ে আসলে বরবটি দিয়ে দিন। মাঝারি তাপে বরবটি সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজুন। এবার বাকি রসুন কুচি ছিটিয়ে দিয়ে আরো কিছুক্ষন ভাজুন। বরবটির রং সবুজ রাখতে হলে ঢাকনা ব্যবহার করা যাবে না। বরবটি সেদ্ধ হলেই চুলা বন্ধ করে দিন।

লইট্টা শুটকি ভর্তা

লইট্টা শুটকি ভর্তা

লইট্টা শুটকি ৫০ গ্রাম । রসুন ২ টা বড়, শুকনা মরিচ ৫ টা,
পেয়াজ কুচি ১/২ কাপ, লবন পরিমান মত,
তেল ২ টেবিল চামচ।
প্রনালীঃ লইট্টা ভালো করে পরিষ্কার
করে নিয়ে ১কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার প্যান এ
তেল দিয়ে মরিচ ভেজে একে একে রসুন,
পেয়াজ, দিয়ে নাড়তে হবে। হালকা ভাজা
ভাজা হলে শুটকি দিয়ে ভালো করে টেলে
নিতে হবে। এরপর শিল নোড়াই ভালো করে
বেটে নিতে হবে। ভাত খিচুড়ি, পোলাও বা
চিতোই পিঠার সাথে খুব মজা লাগে।

লইট্টা শুটকির ভর্তা

লইট্টা শুটকির ভর্তা

লইট্টা শুটকির ভর্তা
লইট্টা শুঁটকি
রসুন
পেঁয়াজ কুচি
সরিষার তেল 
লবন
ধনেপাতা
শুকনা মরিচ

শুঁটকি ছোট টুকরা করে ধুয়ে নিন। শুঁটকি অল্প হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মেখে ভেজে নিন , রসুন কুচি ও ভেজে নিন ,ভাজা শুঁটকি , ভাজা রসুন , পেঁয়াজ কুচি , ধনেপাতা কুচি , সরিষার তেল , লবন , শুকনা মরিচ সব ভালো করে কচলে কচলে মেখে নিন। গরম ভাত, পান্তা , খিচুড়ির সাথে খেতে পারেন।

দুইরকম লইট্টা শুটকি ভর্তা || Loitta Shutki Vorta

দুইরকম লইট্টা শুটকি ভর্তা || Loitta Shutki Vorta || Bangladeshi Shutki Bhorta,Dry Bombil fish Recipe

Shutki macher vorta || Lotey macher vorta || How to make Loitta macher Bharta || Dry Bombay duck fish recipe

INGREDIENTS : Loitta Shutki / Dry Bombil fish – 200 g

Chopped Onion – 4 mideum sized

Sliced Garlic – 15/16 pods

Dry Red chilli – 6/7 or more Green chilli – 2 large

Termaric and Chilli powder – 1/2 tsp

Ginger paste – 1/2 tsp

Chopped Coriander leaves Oil – 3 to 4 tblsp Salt to taste

শুঁটকি মাছের সবথেকে মজার রেসিপি| রূপচাঁদা শুটকি ভুনা | Dried Pomfret recipe|

শুঁটকি মাছের সবথেকে মজার রেসিপি| রূপচাঁদা শুটকি ভুনা | Dried Pomfret recipe|

শুঁটকি মাছের সবথেকে মজার রেসিপি| রূপচাঁদা শুটকি ভুনা | Dried Pomfret recipe|Rupchada sutki||

শুঁটকি খেতে অনেকেই ভালোবাসেন আবার অনেকেই ভালোবাসেন না। আবার অনেকেই আছেন যারা শুঁটকি খেতে বেশ পছন্দ করেন কিন্তু সুস্বাদুভাবে রাঁধতে জানেন না, গন্ধ থেকে যায় রান্নার পর। যারা শুঁটকি খেতে ভালোবাসেন জানেন ধোঁয়া ওঠা গরম সাদা ভাতের সাথে ঝাল করে রান্না করা রূপচাঁদা শুঁটকি এর মেলবন্ধনটা কি। তাই আজকে আপনাদের জন্যই নিয়ে এলাম সুস্বাদু রূপচাঁদা মাছের শুঁটকি ভুনার চমকপ্রদ এক রেসিপি! এই রেসিপি অনুযায়ী রান্না করলে আশা করা যায় যে শুঁটকি মাছ দেখলেই যে বা যারা নাক সিটকান, তারাও শুঁটকি ভুনার প্রেমে পড়ে যাবেন||

Back to Top
//
আমাদের কাষ্টোমার কেয়ার সব সময় আপনার সেবায়!
👋 অর্ডার কিংবা যেকোন তথ্য পান!
Product has been added to your cart